ভার্চুয়ালি বৈঠকে বসলেন আইএনডিআই জোটের নেতারা, গরহাজির তৃণমূল নেত্রী মমতা

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের ডাকে শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসলেন আইএনডিআই জোটের নেতারা। আসন্ন লোকসভা নির্বাচনে আসন বন্টন, ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ-সহ বিভিন্ন ইস্যুতে এদিন বৈঠক করেছেন বিজেপি-বিরোধী দলের নেতারা। তবে, এই বৈঠকে গরহাজির থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, শেষ মুহূর্তে এই বৈঠকের বিষয়ে তাঁদের জানানো হয়েছে।

ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন এনসিপি প্রধান শরদ পওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে যাঁদের আমন্ত্রণ জানানো হয়, তাঁদের মধ্যে মমতা ছাড়াও রয়েছেন জেডিইউ-এর নীতীশ কুমার, আরজেডি-র তেজস্বী যাদব, ডিএমকে-র স্ট্যালিন, এএপি-এর অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনার উদ্ধব ঠাকরে, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, এনসি-র ওমর আবদুল্লা, পিডিপি-র মুফতি মহম্মদ সঈদ, জেএমএম-এর হেমন্ত সোরেনের মতো ১৪টি দলের শীর্ষ নেতা। কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে ছিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল।