ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ১২ জানুয়ারি।। জাতীয় প্রথম শ্রেণীর ঘরোয়া রঞ্জি ট্রফি ক্রিকেটের চার দিনের ম্যাচের ত্রিপুরা বনাম তামিলনাড়ু ম্যাচের প্রথম দিন আবহাওয়া খারাপ থাকার জন্য লড়াইহীন থাকে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী শুক্রবার থেকে আগরতলা এমবিবি স্টেডিয়ামে শুরু হবার কথা ছিল এই দুটি দলের লড়াই। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত থাকলেও বাধ সাধল প্রকৃতি। সকাল থেকে ঘন কুয়াশার দরুন এক বলও লড়াই হয়নি এদিন। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াররা যথারীতি মাঠে হাজির থাকলেও ব্যাট বল নিয়ে নামতে পারেননি। ঘরের মাঠে গোয়ার বিপক্ষে জয় দিয়ে এবারের রঞ্জি অভিযান রাজ্য দল চমৎকার অভিযান শুরু করে। তাই প্রতিপক্ষ শক্তিশালী তামিলনাড়ুর বিপক্ষে ভালো লড়াই এর মনোভাব নিয়েই এদিন প্রস্তুত ছিল রাজ্যের ক্রিকেটাররা। অপরদিকে পরাজয় দিয়ে তামিলনাড়ু এবারের লড়াই শুরু করায়, এবার তাদের লক্ষ্য ছিল স্বাগতিক ত্রিপুরার বিপক্ষে ঘুরে দাঁড়ানো। কিন্তু যেভাবে প্রথম দিনের লড়াই বিঘ্নিত হলো তাতে করে ম্যাচের ফয়সালা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে শুরুতেই। তবে আগামীকাল যথারীতি লড়াই শুরু হবার কথা থাকলেও, প্রকৃতি কতটুকু সহায় হয়ে উঠে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে উভয় শিবির।
2024-01-12