আগরতলা, ১২ জানুয়ারি: ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিমাপ ব্যবসা-বাণিজ্য ও ভোক্তা পর্যায়ে পরিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। আজ তেলিয়ামুড়ায় লিগ্যাল মেট্রলজি শাখার নবনির্মিত কার্যালয়ের নতুন দালান বাড়ির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন খাদ্য, জন সংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, একজন গ্রাহক হিসেবে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। কোন পণ্যই মানসম্মত হবে না যদি তার প্রতিটি উপাদান সঠিক না হয়। তাই এই বিষয়ে জনগণকে সচেতন করে তোলা বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ।
তাঁর কথায়, পণ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থার প্রতিটি স্তরে একই আন্তর্জাতিক একক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে বাণিজ্য সহজীকরণের কাজ আরও ত্বরান্বিত হবে। গতিময় বিশ্বে সঠিক পরিমাপ ব্যবহার ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই করা যায় না।যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন ও কৌশলী হওয়া খুবই প্রয়োজন। খাদ্যপণ্যে ভেজাল মেশালে এবং ওজন ও মাপে কম দিলে একজন ভোক্তাকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে। সামগ্রিকভাবে দেশের ও রাজ্যের উন্নয়নে গণসচেতনতার সাথে সাথে গ্রাহক ও পণ্য বিক্রেতার ব্যক্তিগত শুদ্ধাচার জরুরি বিষয়। যেকোনো পণ্যের সঠিক পরিমাপ সেই পণ্যটির গুনগত মান নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তাই পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, আমাদের ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর আমাদের রাজ্যে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় পরিমাপের গতানুগতিক পদ্ধতিকে ডিজিটালে রূপান্তরের মাধ্যমে গ্রাহকদের সম্মুখে উন্মুক্ত তথ্য প্রাপ্তিসহ সঠিক পরিমাপে পণ্য এবং সেবা প্রদান নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে চলেছে। আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’ বিনির্মাণে সব সময় গুরুত্বারোপ করে চলেছেন। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিমাপ ব্যবসা-বাণিজ্য ও ভোক্তা পর্যায়ে পরিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ।