রিয়াদ, ১২ জানুয়ারি(হি.স.) : স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার অভিযানে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা।যোগ্য দল হিসেবেই জিতেছে বার্সেলোনা। ম্যাচ জুড়ে আক্রমণের আধিপত্য ছিল তাদেরই। বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে তারা কাঙ্ক্ষিত গোলের সুযোগ পায়। সেই গোল এনে দিলেন রবের্ত লেভানদোভস্কি।এরপর শেষ দিকে জালের দেখা পান তরুণ ফরওয়ার্ড লামিনে ইয়ামাল। ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেল শাভি এর্নান্দেসের দল।ফাইনালে আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি।উল্লেখ ২০১৯-২০ মরসুম থেকে চার দলের নতুন আঙ্গিকে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গতবার ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।
2024-01-12

