স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জানুয়ারি : শুক্রবার কৈলাসহর হীরাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠিত হয়েছে।  এই উপলক্ষে গ্রীন ভিউ সামাজিক সংস্থার উদ্যোগে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর বিজেপি মন্ডলের বিএলএ ইনচার্জ দীপক দে, গ্রিন ভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ দে, হীরাছড়া ২১ নং বুথের বিজেপি দলের বুথ সভাপতি শ্রীকুমার সরকার। বিশিষ্ট সমাজসেবী আহমদ আলী , সুনীল বাউরি থেকে শুরু করে আরোও অনেকে।
আজ প্রায় ৫৫ জন বিভিন্ন গরিব দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে।