আগরতলা, ১২ জানুয়ারি: সারা দেশের মধ্যে স্বচ্ছতার নিরিখে আগরতলা পুর নিগম শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করতে সক্ষম হয়েছে। আজ একথা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি বলেন, স্বচ্ছতার নিরিখে আগরতলা পুর নিগম শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে। এই পুরস্কার পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। আগরতলা শহরকে সুন্দর, স্বচ্ছ এবং দূষণ মুক্ত রাখতে যে কাজ শুরু হয়েছে ভারত সরকার স্বীকৃতি হয়েছে।
এদিন তিনি আরও বলেন, আগামী দিনে আগরতলা শহরকে সুন্দর রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

