উনকোটি জেলায় পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধার জন্য অনলাইনে আবেদন পড়েছে ৫৮০০ টি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জানুয়ারি : “পিএম বিশ্বকর্মা যোজনা”র আওতায় ব্যাপক উৎসাহ উনকোটি জেলায়। খবর নিয়ে দেখা গেছে, এখনও পর্যন্ত ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রে ৫৮০০ টি পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধার জন্য অনলাইনে আবেদন পড়েছে। কৈলাসহর পুর পরিষদ কিংবা জেলার গ্রাম পঞ্চায়েত থেকে ছাড়পত্র পেলেই এই আবেদন চলে আসবে ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রে।
 সেখান থেকে রাজধানী আগরতলা ঘুরে পুনরায় জেলা শিল্প কেন্দ্রে চলে এলে শুরু হবে  আবেদনকারীদের পাঁচ দিনের বেসিক ট্রেনিং।
 এই পাঁচ দিনের বেসিক ট্রেনিং চলাকালীন সময়ে উনারা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন। এরপরই উনারা টুল কিটের জন্য এককালীন পনেরো হাজার টাকা পাবেন। সাথে অবশ্যই একটি সার্টিফিকেট পাবেন।

এই সার্টিফিকেট ব্যাংকে জমা দিলে ও নিজের সিভিল স্কোর ঠিক থাকলে, ব্যাংক প্রথম পর্যায়ে এক লক্ষ টাকা লোন দেবে।  এই লোন গ্যারান্টি মুক্ত ও পরবর্তী আঠারো মাসে ফেরত দিতে হবে।

পরবর্তী পর্যায়ে উনারা আরও দুই লক্ষ টাকা লোন পাবেন, যা কিনা পরবর্তী ত্রিশ মাসে ফেরত দিতে হবে।  প্রতিক্ষেত্রেই শতকরা সুদ মাত্র পাঁচ শতাংশ। এই যোজনা নিয়ে প্রথম দিকে নানা ধরনের কথাবার্তা শোনা গেলেও, দেখা গেছে ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রে আনুপাতিক হারে সর্বাধিক আবেদন জমা পড়েছে। হিমশীতল পৌষালি বাতাসের মধ্যে “পিএম বিশ্বকর্মা যোজনা” যেন খানিকটা উষ্ণতার পরশ নিয়ে এসেছে শ্রমজীবী মানুষদের কাছে।