গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : উপজাতি জনগোষ্ঠীভুক্তদের অভিন্ন দেওয়ানি বিধি থেকে ছাড় দেওয়া হবে, জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ বৃহস্পতিবার জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, উত্তরাখণ্ড এবং গুজরাটকে অনুসরণ করে অসমেও অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা হবে। তিনি বলেন, উত্তরাখণ্ড এবং গুজরাটে প্রথমে ইউসিসি কাৰ্যকর হবে। কিছু সংযোজন করে তাদের অনুসরণ করবে অসম। বলেন, ‘আমি উত্তরাখণ্ডের ইউসিসি বিল দেখার অপেক্ষা করছি। আমরা অনুরূপ বিল আনব। অসমে উপজাতীয় সম্প্রদায়কে ইউসিসি–র আওতা থেকে ছাড় দেওয়া হবে।’

