কুমারঘাটে মহকুমা আদালত স্থাপনের দাবিতে মহকুমা শাসকের কার্যালয়  ঘেরাও

আগরতলা,১১ জানুয়ারি :কুমারঘাটে মহকুমা আদালত স্থাপন করার দাবিতে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে প্রগতিশীতিল মঞ্চ। আজ সংগঠনের নেতৃত্বেরা ভগৎ সিং এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে বিক্ষোভ দেখিয়েছেন।

জনৈক আন্দোলনকারী বলেন, কুমারঘাটের মুহকুমা আদালত ফটিকরায়ে স্থাপন করার জন্য জমি দেখা হয়েছিল। আর এতেই কুমারঘাটের অধিকাংশ নাগরিক ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কুমারঘাটের ভগৎ সিং এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে আন্দোলন শুরু করেছে । আজ সকাল ১০ তা থেকে তারা আন্দোলনমুখী হয়েছে। তাঁদের দাবি, কুমারঘাটে মহকুমা আদালত স্থাপন করার হোক।