মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.): বিকশিত ভারত সংকল্প যাত্রার সুফল তুলে ধরলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার তিনি জোর দিয়ে বলেছেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন জনসাধারণ। এটি একটি বৈপ্লবিক উদ্যোগ।” এদিন মুম্বইয়ের সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
তিনি বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পর্কে সাংবাদিকদের বলেন, “এখনও পর্যন্ত প্রায় ১৩ কোটি মানুষ এই যাত্রায় যোগ দিয়েছেন, আমি বলতে চাই কোটি কোটি মানুষ যারা কেন্দ্রীয় স্কিম থেকে বঞ্চিত ছিলেন, তাঁরা এই যাত্রা থেকে উপকৃত হয়েছেন, এটি একটি বৈপ্লবিক উদ্যোগ এবং এই যাত্রার মাধ্যমে জনসাধারণ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন।”