মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি : গিরিরাজ সিং

পাটনা, ১১ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। দলীয় সদস্যদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে গিরিরাজ সিং বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এই ধরনের কোম্পানি অন্যদের শেয়ারহোল্ডার করে না। দলের সুপার শেয়ারহোল্ডার তাঁর ভাইপো (অভিষেক ব্যানার্জি)। যদি কেউ ভাগ চাইতে চায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চায়, তিনি তা সহ্য করবেন না।”

এদিকে, অযোধ্যায় রাম মন্দিরের ”প্রাণ প্রতিষ্টা” অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ কংগ্রেস প্রত্যাখ্যান করার বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “এই মানুষজন মরসুমের হিন্দু, যখন তাঁরা মনে করে তাঁদের ভোট পেতে হবে, তাঁরা নম্র হিন্দু হওয়ার চেষ্টা করে। জওহরলাল নেহেরুর পর থেকে কংগ্রেসের কেউ অযোধ্যায় যাননি। আদালতে মামলাটি বিচারাধীন রাখার কাজ কংগ্রেসই করেছিল, তাই তাঁদের অযোধ্যায় যাওয়ার নৈতিক শক্তি নেই।”