ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা আজ, বৃহস্পতিবার শেষ হয়েছে। চূড়ান্ত পর্যায়ের খেলা হবে আগামীকাল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদয়পুরের ফলোয়ার্স ক্লাবে আয়োজিত মনোমোহন ও কমলা দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের খেলা আজ দ্বিতীয় দিন শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামীকাল। পশ্চিম জেলার বাইরে প্রথমবারের মতো এই আয়োজন ঘিরে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস স্মৃতি আসরের পাশাপাশি এবারই প্রথম হচ্ছে কমলা দাস স্মৃতি মহিলাদের ভলিবল প্রতিযোগিতা। দুটি আসরেই প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পুরুষ বিভাগে প্রাইজমানি থাকবে ৩১ ও ২১ হাজার টাকা এবং মহিলা বিভাগে হবে ১২ ও ৭ হাজার টাকা প্রাইজমানি। উদ্যোক্তা ফ্লাওয়ার্স ক্লাবের কর্মকর্তাদের নিরলস প্রয়াসে প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বুধবার। উল্লেখ্য, প্রাইজমানির পাশাপাশি পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবে যথাক্রমে ৩ এবং ২ হাজার টাকা। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বাজেটে হচ্ছে এবারের আসর। খেলা শেষে আগামীকাল সমাপ্তি অনুষ্ঠান তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন পি আই, সংগঠক কমলজিৎ সাহা, প্রাক্তন খেলোয়াড় মাইকেল সাহা, উত্তর-পূর্ব পাওয়ার লিফটিং আসরে সোনা জয়ী অনুপমা সাহা এবং খেলো ইন্ডিয়া মহিলা বিভাগে জুডোতে ব্রোঞ্জ পদক বিজয়ী আকাঙ্ক্ষা ঘোষ কে সংবর্ধনা জানানো হবে। আগামীকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়, বিশেষ অতিথি জেলা সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেবরায়, সম্মানিত অতিথি সমাজসেবক রাজীব ভট্টাচার্য, চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, উপ-অধিকর্তা বনজিৎ বাগচি, অ্যাসোসিয়েট প্রফেসর ড. চিত্রজিৎ ভৌমিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক ভবতোষ দাস প্রমুখ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট প্রাণ গোবিন্দ দাস। অর্গানাইজিং সেক্রেটারি চন্দন পাল সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
2024-01-11

