তোষণের জন্য কংগ্রেস ক্রমাগতই হিন্দু আস্থার বিরোধিতা করছে : প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ১১ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ কংগ্রেস প্রত্যাখ্যান করায় তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী বলেছেন, তোষণের জন্য কংগ্রেস ক্রমাগতই হিন্দু আস্থার বিরোধিতা করছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “গত ২-৪ দশকে যখনই রাম মন্দিরের ইস্যু উঠেছে, তাঁরা সবসময়ই বিরোধিতা করেছে। তাঁরা ভগবান রামকেও একটি কাল্পনিক ব্যক্তিত্ব বলে এবং রাম সেতু নিয়ে প্রশ্ন তুলেছিল। বর্তমান কংগ্রেস দল তোষণের উচ্চতায় পৌঁছেছে। তাঁদের সিদ্ধান্তে আমি বিস্মিত নই।”