বেঙ্গালুরু, ১১ জানুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে রাম মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ আনলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর মতে, “তাঁরা রাম মন্দির তৈরি করেছে এবং এতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তাঁরা এই নিয়ে রাজনীতি করছে, আর এই রাজনীতির বিরোধিতা করছি।” পাল্টা সিদ্দারামাইয়াকে আক্রমণ করেছেন কর্ণাটক বিজেপির সভাপতি সি টি রবি। বৃহস্পতিবার রবি বলেছেনা, “প্রথমে তাঁরা এই কারণে কাঁদছিল যে আমন্ত্রণ পায়নি, যখন আমন্ত্রণ পেল তখন গ্রহণ করতে অস্বীকার করছে।”
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান সিদ্দারামাইয়া। পরে অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে কংগ্রেস যোগ না দেওয়ার বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন “আমরা ভগবান রামের বিরুদ্ধে নই। আমরা সবাই ভগবান রামকে অনুসরণ করি এবং আমরা আমাদের গ্রামে রাম মন্দির পরিদর্শন করি। তাঁরা রাম মন্দির তৈরি করেছে এবং এতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তাঁরা এই নিয়ে রাজনীতি করছে, আর এই রাজনীতির বিরোধিতা করছি।”
এদিকে, কর্ণাটক বিজেপির সভাপতি সি টি রবি বলেছেন, “কংগ্রেস সবসময়ই হিন্দুত্বের বিরুদ্ধে, সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, বাবু রাজেন্দ্র প্রসাদ এবং কে এম মুন্সি। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তিনি সোমনাথকে দেখতে যাননি। তাহলে কংগ্রেসের বর্তমান নেতৃত্ব কীভাবে অযোধ্যায় যেতে পারে?”

