আগরতলা, ১১ জানুয়ারি: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। কমলনগর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে যৌথ বাহিনী। এদিন প্রায় ৭০ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে, জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আজ সকালে কমলনগর আনন্দপুর এলাকায় অনেকটা জায়গা জুড়ে গজিয়ে উঠা ৩২টি গাজা বাগানে অভিযান চালানো হয়। তাতে বিপুল পরিমাণে গাছ নষ্ট করা হয়েছে। সোনামুড়া থানার পুলিশ ও টিএসআর , বিএসঅফ -এর যৌথ অভিযানে অবৈধ গাজা গাছ নষ্ট করা সক্ষম হয়েছে,বলেন তিনি। সাথে তিনি যোগ করেন , ওই অভিযানে প্রায় ৭০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

