বিপর্যয় মোকাবিলা এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক  এক দিবসীয় কর্মশালা। মূলত বিপর্যয় মোকাবিলার উপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এদিন। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ,তাছাড়া উপস্থিত ছিলেন টিএসআর ১৩ ব্যাটেলিয়ান অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রাজেশ বর্ধন।
মূলত কর্মশালায় মাধ্যমে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে কোন ধরনের বিপর্যয় আসলে বা ঝড় তুফান আসলে কিভাবে  রক্ষা পাবে জনসাধারণ। তাছাড়া রাজ্যে কোন ধরনের ঝড় তুফান এবং বন্যা থেকে শুরু করে এক কথায় বিপর্যয়ের এর মত কোন সমস্যা হলে কিভাবে জনসাধারণ আগাম জানতে পারবে তা নিয়ে হয় আলোচনা।
বিভিন্ন অ্যাপ রয়েছে যা অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোর থেকে ইন্সটল করলে জনসাধারণ অগ্রিম জেনে যাবে।এই বিষয়ের উপর আলোচনা করেছেন উপস্থিত অতিথিরা।  এই কর্মশালায়  শুরু হয় এদিন বেলা বারোটায়। তাছাড়া এই কর্মশালায় সংবাদ মাধ্যমের কর্মীরাও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।