৮ গোলের রোমাঞ্চকর লড়াই, আতলেতিকোকে হারিয়ে রিয়াল ফাইনালে

রিয়াদ, ১১ জানুয়ারি (হি.স.): মাদ্রিদের দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ে ফাইনালে গেল কার্লো আনচেলত্তির দল। রোমাঞ্চকর লড়াই। একবার আতলেতিকো মাদ্রিদ এগিয়ে যাচ্ছে তো আরেকবার এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মনে হচ্ছিল নির্ধারিত সময় ম্যাচ অমীমাংসিত থাকবে।ম্যাচ গড়াবে ট্রাইবেকারে। কিন্তু তা হলো না। শেষ সময়ের দুই গোলে স্পেনের দলটি সফল হল। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল রিয়াল।

রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বুধবার রাতে সেমি-ফাইনালে ৫-৩ গোলে জয় পেল কার্লো আনচেলত্তির দল। চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে খেলবে রিয়াল। ২০১৯-২০র প্রথম আসরে ফাইনালে খেলার পর থেকে প্রতিবারই সেমি-ফাইনাল থেকে বিদায় নিচ্ছে আতলেতিকো। আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রতিপক্ষ কে হবে জানা যাবে আজ। আজ বার্সেলোনা ও ওসাসুনার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা।