সিডনি, ১০ জানুয়ারি (হি.স.): টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এখন শুধু অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন টি-টোয়েন্টি ক্রিকেট। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই তিনি এই ফরম্যাট থেকেও বিদায় নেবেন, এমনটাই জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার। দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ার্নারের হাতে এখন সময়ের অভাব নেই। তাই যে আত্মজীবনীটা তিনি লিখছিলেন, তা শেষ করে ফেলতে চান প্রজন্মের অন্যতম সেরা এই ওপেনার।
মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনা নিয়ে বেশ কয়েকবারই আলোচনায় আসা ওয়ার্নার আত্মজীবনী লিখছেন। তার এই আত্মজীবনী পড়লে ভ্রু কুঁচকে কপালে উঠে যাবে এমনটাই বলছেন এই অজি ওপেনার। ২০১৩ সালে বার্মিংহামের পানশালায় জো রুটকে ঘুষি মারা থেকে ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে ওয়ার্নারের নাম। আত্মজীবনীতে তিনি এ সবই তুলে ধরবেন বলে আশ্বস্ত করেছেন এই বাঁহাতি ওপেনার।