আগরতলা, ১০ জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দেওয়াল রঙ্গোলি কর্মসূচি শুরু হয়েছে। আজ দেওয়াল রঙ্গোলি কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
আজ বনমালীপুর মন্ডল অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ দলীয় কার্যকর্তারা।
এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরও শক্তিশালী করতে হবে। তাই তিনি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করেন।