আগরতলা,১০ জানুয়ারি : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি ঘর। জগহরিমুড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা বাড়ির মালিকের।
বাড়ির মালিক অমর চক্রবর্তী জানিয়েছেন, আজ তাঁর দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তখন গ্যাসে রান্না করছিলেন তাঁর স্ত্রী। তখন ঘরে কেউ ছিলেন না। হঠাৎ বাড়ির মানুষ ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়েছেন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা। তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই তাঁর ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।