রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট চালু করার দাবীতে ফের বিক্ষোভে সামিল টিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট চালু করার দাবীতে ফের বিক্ষোভে সামিল হয়েছেন টি এস এফ নেতৃত্বরা। বুধবার রাজধানীর সার্কিট হাউজের সামনে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভে সামিল টিএসএফ নেতৃত্বরা রোমান হরফে ককবরক স্ত্রিপ্ট চালু করার দাবীতে এদিন সরকারের সক্রিয় হস্তক্ষেপ দাবী বিক্ষোভ দেখাতে থাকেন।

তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এই দাবী জানিয়ে আসলেও সরকার এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নিচ্ছে না। এদিন বিক্ষোভের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করেছেন বিক্ষোভকারীরা।