শহরের প্রাণকেন্দ্রে মধুচক্রের আসরে পুলিশের হানা, আটক চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : শহরের বুকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। রামনগর ১ নং রোড এলাকায় এক মহিলার নেতৃত্বে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলছে বলে অভিযোগ ছিল এলাকাবাসীর তরফে।বুধবার সন্ধ্যায় ওই মহিলার ঘরে মধুচক্রের আসর বসেছে এই আঁচ করতে পেরে এলাকাবাসীরা খবর দেয় পুলিশে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা খুঁজে পায়। এলাকার বাসিন্দা স্বপন কুমার দেবের বাড়িতে ভাড়া থাকেন ওই মহিলা। তিনি আশা কর্মী হিসেবে কর্মরত। মহিলার স্বামী সিআরপিএফ জওয়ান বলে জানিয়েছেন বাড়ির মালিক। কর্মসূত্রে সে বহিরাজ্যে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আশাকর্মী মহিলা নিজ ঘরে এই মধুচক্রের আসর খুলে বসে।

পুলিশ ওই ঘরে হানা দিয়ে আরও দুই মেয়ে ও একজন ছেলেকে আটক করতে সক্ষম হয়েছে। আশা কর্মী সহ মোট চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মধুচক্রের আসর থেকে বিভিন্ন আপত্তিকর জিনিসও উদ্ধার হয়েছে এদিন। ঘটনায় এলাকায় ছি ছি রব উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে এধরনের ঘটনায় এলাকার পরিবেশ নিয়েও চিন্তিত এলাকার সাধারণ মানুষ।