তমলুক, ১০ জানুয়ারি (হি.স.): দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়াল। ধোঁয়ার জেরে লবণ সত্যাগ্রহ হল্ট স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। আতঙ্কে সব যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। লোকো পাইলট ও তাঁর সহকারী ধোঁয়া বের হওয়া জায়গাটিতে কাজ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ২০ মিনিট বাদে ছাড়ে ট্রেনটি।
রেল সূত্রের খবর, বুধবার সকালে দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কোনও রকম ঝুঁকি না নিয়ে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দিঘার উদ্দেশ্যে রওনা হয় তাম্রলিপ্ত এক্সপ্রেস।

