ইডি-র তরফে কোনও বয়ান দেওয়া হল না ডিএসপি-কে

কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনার পাঁচ দিন পর বুধবার সকালে সেদিনের পরিস্থিতি কথা জানার জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যায় ইডির দফতরে বসিরহাটের ডিএসপি-র নেতৃত্বে সেখানকার পুলিশের একটি দল। কিন্তু ইডি-র তরফে কোনও বয়ান দেওয়া হয়নি।

সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইডির ৪ আধিকারিক। আগেই তাঁদের বয়ান রেকর্ড করেছিল জেলা পুলিশ। সেদিনের অভিযানে যাওয়া বাকি ইডি অফিসারদের সঙ্গে কথা বলার জন্য বুধবার সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিল বসিরহাট পুলিশ। তাঁদের বয়ান ভিডিও রেকর্ডিং করার কথা ছিল।

এদিন ডিএসপির দেহরক্ষীকে পিস্তল জমা রেখে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু তার পরেও খালি হাতেই ফিরতে হল ডিএসপি সহ বাকি পুলিশকর্মীদের। জানা গেছে, এনফোর্সমেন্ট কর্তারা কোনও বয়ান দিতে রাজি হননি।

শুক্রবারের ঘটনার পর শেখ শাহজাহানের বাড়ির এক কর্মী ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, অবৈধভাবে তল্লাশি করতে এসে বাড়ির তালা ভেঙেছে ইডি, হেনস্থা করেছে তাঁদের। সেই মামলা নিয়েই হাইকোর্টে গেছে ইডি। এছাড়া ন্যাজাট থানার পুলিশ শুক্রবারের ঘটনার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল।