BRAKING NEWS

গোলাঘাটের জামুগুড়িতে প্ৰায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক এক

গোলাঘাট (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত জামুগুড়িতে প্ৰায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ধৃত মাদক পাচারকারীকে সোনারির বাসিন্দা নাজিম শেখ বলে পরিচয় উদ্ধার হয়েছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোলাঘাট সদর ডিএসপি জন দাসের নেতৃত্বে জামুগুড়ি, বড়পথার এবং সরুপথার থানার পুলিশ বুধবার নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আগত এএস ০৫ জে ৪৫১৯ নম্বরের একটি টাটা জেস্ট মডেলের গাড়ি গোলাঘাটের দিকে আসছিল। ওই গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালান অভিযানকারী পুলিশের আধিকারিকরা। তালাশিতে টাটা জেস্টের রিয়ার লাইটের রিফ্লেক্টরের পেছনে তৈরি গোপন চেম্বার থেকে ৫৭টি প্লাস্টিকের সাবান কেস আবিষ্কার করেন অভিযানকারীরা। সাবান কেস থেকে উদ্ধার করা হয় ৬.২০ গ্ৰাম হেরোইন।

মাদক পাচারের অভিযোগে আটক করা হয়েছে গাড়ির আরোহী নাজিম শেখকে। সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করেছে হেরোইন পাচারে ব্যবহৃত টাটা জেস্ট মডেলের গাড়িও। ধৃত নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বাজারমূল্য কমপক্ষে তিন কোটি টাকা হবে বলে ধারণা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *