নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : ফের হিট অ্যান্ড রান বাতিলের দাবীতে রাজপথে বিক্ষোভে সামিল হল সিআইটিইউ। বুধবার বিক্ষোভ মিছিলটি অফিসলেনস্থিত সিআইটিইউ এর সদর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এসে এক পথ সভায় মিলিত হয়েছে।
এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে সিআইটিইউ নেতৃত্ব মানিক দে বলেছেন, দেশব্যাপী এই আইনের মাধ্যমে পরিবহন শ্রমিকদের উপর অত্যাচার সংগঠিত করা হচ্ছে। সিআইটিইউ এই তীব্র বিরোধিতা করছেন বলে জানিয়েছেন তিনি। মানিক দে আরও বলেন, এই দেশের অধিকাংশ মানুষ পন্য ও যাত্রী পরিবহনের জন্য সড়কপথের উপর নির্ভরশীল। তাই এই অবস্থায় বিভিন্ন কারণে পথ দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরো বলেন, পথ দুর্ঘটনা ঘটুক এটা কেউ চায় না। তবে বিভিন্ন অনুকূল পরিস্থিতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার ভগ্নদশা, পথচারীর কারণে বা যানবাহনে হঠাৎ কোনো ত্রুটি দেখা দিলেও দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় চালকের উপর এই নতুন আইন চাপিয়ে দিতে তাদের উপর এটি অত্যাচার ছাড়া আর কিছুই নয় বলে দাবী করেছেন সিআইটিইউ নেতৃত্ব।

