প্রায় ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

ধর্মনগর,৯ জানুয়ারি: উত্তর জেলা পুলিশ ইতিমধ্যেই নেশা বিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার নেশা বিরোধী অভিযানে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর শহরের কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগের থেকেই উৎ পেতে বসেছিল পুলিশ। যথাসময়ে তিনজন নেশা কারবারি এলাকায় আসলেও দুইজনকে পুলিশ ধরতে পারে অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন, অসমের চানখিরার বাসিন্দা বাহার উদ্দিন (২৪),অসমের খালের বাসিন্দা সুলতান আহমেদ(২১)। দুজনের কাছ থেকে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জেলা পুলিশ সুপার ভানুপদ পদ চক্রবর্তী জানিয়েছেন, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ংকরী নেশা যে একবার গ্রহণ করলে তিন দিন পর্যন্ত নেশায় আসক্ত হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এগুলির কালোবাজার মূল্য ৩৫ লক্ষ টাকার উপর। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যে একজন পালিয়ে গেছে তাকেও অতিসত্বর ধরার ব্যবস্থা করা হচ্ছে।