স্বামী বিবেকানন্দ ক্লাবে যোগাসন সম্পন্ন জেআরসি-র সঙ্গে আজ প্রীতি ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের উত্তর বাধারঘাট এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাবে মঙ্গলবার ব্যাপক উৎসাহে বিবেকানন্দের জন্মজয়ন্তী  উপলক্ষ্যে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি বয়স বিভাগে শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছে। প্রতিযোগিতায় খেলোয়াড়দের উৎসাহিত করতে রাজ্য যোগাসন সংস্থার সচিব দিব্যেন্দু দত্ত ও পশ্চিম জেলার স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব মদন বণিক উপস্থিত ছিলেন। বক্তব্যে দিব্যেন্দু বাবু যোগাসনের প্রসারে স্বামী বিবেকানন্দ ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া মদনবাবু আসরের আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আসরে ৫-৯ বছরের বালক বিভাগে এন এস আর সি সি’র প্রতিষ্ঠা দাস প্রথম, এরোবিক ওয়ার্ল্ড যোগা সেন্টারের স্বস্তিকা দাস দ্বিতীয়, এন এস আর সি সি’র শ্রেয়সী দেবরায় তৃতীয়, হলিক্রস স্কুলের অমৃতা দেব চতুর্থ এবং এন এস আর সি সি’র অবন্তিকা পাল পঞ্চম হয়। বালক বিভাগে আরিয়ান সরকার প্রথম, দিশান্ত সেন দ্বিতীয়, এন এস আর সি সি’র দেবরাজ দে তৃতীয়, এন এস আর সি সি’র দীপায়ন রায় চতুর্থ ও সত্যজিৎ বর্ধন পঞ্চম হয়। ৯ থেকে ১২ বছরের বালক বিভাগে এন এস আর সি সি’র আয়ুষ দেবনাথ প্রথম, ধৃতি সুন্দর চৌধুরী দ্বিতীয়, এন এস আর সি সি’র দেবায়ন ঘোষ তৃতীয়, এন এস আর সি সি’র সুভায়ু সরকার চতুর্থ ও এন এস আর সি সি’র রূপজিৎ দেববর্মা পঞ্চম হয়। বালিকা বিভাগে পাঁচটি স্থানই দখল করে এন এস আর সি সি’র যোগা খেলোয়াড়রা। নীহারিকা দে, সায়ন্তিকা দত্ত, নিমৃতা সাও, অমৃতা সূত্রধর ও কনিষ্কা দেবনাথ প্রথম পাঁচটি স্থান পায়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, অমল ভট্টাচার্য, চন্দনা দেব, সমীরণ চক্রবর্তী, কালী নারায়ন ঘোষ, নন্দিতা বণিক, শম্ভু চক্রবর্তী, সত্য ঘোষ ও সূরজ সরকার। আসরে চারটি বিভাগে ১২০ জন অংশ নেয়। পরিচয় পর্বে ছিলেন, ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব কমল দেব, কোষাধ্যক্ষ শান্তনু পাল, জন্মজয়ন্তী কমিটির কনভেনর প্রশান্ত ভৌমিক, বিশ্বজিৎ বনিক, লিটন মজুমদার, টিংকু বনিক সহ অন্যান্যরা। আগামী ১২ জানুয়ারী সন্ধ্যায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হবে। সন্ধ্যায় হয় বিবেকানন্দের উপর সঙ্গীত প্রতিযোগিতা। আগামীকাল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের (জে আর সি) সাথে এডি নগর মাঠে হবে প্রীতি ক্রিকেট ম্যাচ।