বিশিষ্ট সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : বিশিষ্ট সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন। মঙ্গলবার বারাণসীতে বিখ্যাত সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, “হিন্দি সাহিত্যের মহান স্রষ্টা এবং কাশীর বাসিন্দা পণ্ডিত হরিরাম দ্বিবেদীজির মৃত্যুতে আমি শোকাহত। অঙ্গনাইয়া ও জীবনদায়িনী গঙ্গার মতো কাব্য সংকলন এবং তাঁর বিভিন্ন রচনার জন্য তিনি আমাদের মনে সর্বদা বিরাজ করবেন। তিনি ঈশ্বরের শ্রীচরণে স্থান পান। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা।”
৮৭ বছর বয়সী দ্বিবেদী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ তিনি বারাণসীর মহমুর গঞ্জের মতিঝিলে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পণ্ডিত হরিরাম দ্বিবেদীর জন্ম হয়েছিল ১৯৩৬ সালের ১২ মার্চ মির্জাপুরের শেরওয়া গ্রামে। তিনি সাহিত্য আকাদেমি ভাষা পুরস্কার, রাহুল সাংকৃত্যায়ন পুরস্কার, সাহিত্য ভূষণ, সাহিত্য সারস্বত পুরস্কার সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর প্রধান কাব্য গ্রন্থগুলি হল- অঙ্গনাইয়া, পাত্রী পিয়ার, জীবনদায়িনী গঙ্গা, সাই ভজনওয়ালি, পানি কাহে কাহানি, পেহচান, নারী, রামতা যোগী, বাইন ফকির, হাসিয়ে কা দরদ, নদীয়ো গেল দুবরে ইত্যাদি।