গান্ধীনগর, ৯ জানুয়ারি (হি.স.): গুজরাটের গান্ধীনগরে মঙ্গলবার তিমুর-লেস্টের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিমুর-লেস্টের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেছেন মোদী। এই বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। মোদী জানান, “তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী এক্স-এ টুইট করে জানিয়েছেন, “আমাদের বৈঠকটি গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হয়েছে, রাষ্ট্রপতি হোর্তার জীবন ও কাজের উপর গান্ধীজির প্রভাব বিবেচনা করে এই বৈঠক আরও বিশেষ করে তোলে। আমরা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি।”

