পাটনা, ৯ জানুয়ারি (হি.স.) : আগামী ১৮ জানুয়ারি বিহারের পাটনা সফরে যাবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে যাদব ভোটারদের আকর্ষণ করার জন্য বিজেপি জোরকদমে প্রস্তুতি নিয়েছে। এজন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে বিহারের পাটনায় আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী যাদবকে সম্মান জানাতে ওইদিন পাটনায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। মোহন যাদবের সম্মান প্রদর্শন অনুষ্ঠানটি শ্রী কৃষ্ণ চেতনা মঞ্চের উদ্যোগে আয়োজিত হলেও এতে বিজেপির বড় অবদান রয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী নন্দকিশোর যাদবের বাড়িতে বিজেপির যাদব সম্প্রদায়ের নেতাদের একটি বৈঠক হয়। বৈঠকে দল ও মঞ্চের অনেক নেতা উপস্থিত ছিলেন। বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পাটনা সফরের প্রস্তুতি নিয়ে ফোরামের আধিকারিকদের একটি বৈঠক হবে। এই বৈঠকে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হবে।এই কর্মসূচি অনুযায়ী তিনি ১৮ জানুয়ারি পাটনা সফরে যাবেন।