কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত শেষ সিবিআইয়ের ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা । গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দুর্নীতি মামলার শুনানি করতে হবে ৷ পাশাপাশি দু’মাসের মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত তদন্ত শেষ করতে হবে সিবিআইকে । সেই মতোই তদন্ত শেষ হয়েছে বলে এ দিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদীর ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে । নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও । ১৫ তারিখ থেকে এসএসসি মামলার শুনানি শুরু বলে জানিয়েছে আদালত।
সোমবার আলিপুর আদালতে স্কুলে নিয়োগ দুর্নীতির চারটি মামলায় সিবিআই বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় । সবগুলোতেই প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে সিবিআই। একইসঙ্গে শিক্ষা দফতরের আরও কর্তা এবং ব্যক্তিদের নাম রয়েছে এই তালিকায় বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত শেষ। আমরা ফাইনাল চার্জশিট সোমবার নিম্ন আদালতে (আলিপুর আদালতে) জমা দিয়েছি।” তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-এর রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এসএসসির সমস্ত ক্ষেত্রের তদন্ত আমাদের শেষ হয়ে গিয়েছে। গতকাল আমরা একটা চার্জশিট জমা দিয়েছি। আদালত যেমন যেমন নির্দেশ দিয়েছে,আমরা এতদিন সেই মতো রিপোর্ট জমা দিয়েছি।”
বিচারপতি বসাক মঙ্গলবার জানতে চান, “রিপোর্ট সব পক্ষকে দিলে সিবিআইয়ের কি কোন সমস্যা আছে?” সিবিআই জানায়, “চার্জশিট জনগনের নথি নয়। সেটা বাদে, শুধু রিপোর্ট সব পক্ষকে দিলে আমাদের কোন সমস্যা নেই ।”