দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা খুশি হবে : অখিলেশ যাদব

লখনউ, ৯ জানুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব বলেছেন, দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা খুশি হবে। অখিলেশের কথায়, “আমরা আশা করছি, আগামী সময়ে উত্তর প্রদেশের ফলাফল এমন হবে যে রাজ্য থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।”

অখিলেশ আরও বলেছেন, “বিজেপি ক্রমাগত প্রচার করছে যে ভারত উন্নত হবে…কৃষকদের আয় না বাড়িয়ে ভারত কি উন্নত হবে? দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা সুখী হবে, তরুণরা ব্যাপক হারে বেকার হয়ে পড়েছে।” বিরোধীদের আইএনডিআই জোটের আসন ভাগাভাগি প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “আসন ভাগাভাগি নিয়ে (কংগ্রেসের সঙ্গে) আলোচনা চলছে। আমরা এ বিষয়ে আমাদের পরামর্শ দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *