ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার

আগরতলা, ৯ জানুয়ারি: ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গত ৮ জানুয়ারির স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে এমনটাই জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ৮ জানুয়ারি সংগৃহীত নমুনায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৩১ জন মোট ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে নমুনা পরীক্ষায় আটটি জেলায় করোনার সংক্রমণ মিলে নি।

স্বাস্থ্য দফতরের সূত্রে আরও জানা গিয়েছে, ৬২ বছরের ওই মহিলা জিবি হাসপাতালে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কিছুক্ষন পর তার মৃত্যু হয়েছে।