কমল কাপ ক্রিকেটে ইয়ং ব্লাড, ড্রাগন রাইডার্স জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা এখন জমজমাট পর্যায়ে। শহর দক্ষিণের আমতলিতে আয়োজিত কমল কাপ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ৮ম দিনে আজও দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় ইয়ং ব্লাড জয়ী হয়েছে। হারিয়েছে এন এন জে এস টিমকে। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে তেলিয়ামুড়ার ড্রাগন রাইডার্স ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে পাথাইরাদুয়ার প্লে সেন্টারকে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ড্রাগন রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করলে জবাবে পাথরিয়া দুয়ার প্লে সেন্টার ১২৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে তুষার ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছে। দিনের খেলা সকাল ৯ টায় রেনবো ওয়ারিয়র্স বনাম উই আর বেস্ট একাদশ। বেলা একটায় রেন্টার্স রাইডার্স বনাম নিউ দাস স্পোর্টস।