নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি : বিধানসভার শীতকালীন অধিবেশনে বিধায়কদের যৌথ প্রশ্নের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে ভারত সরকার শ্রম ও কর্ম বিনিয়োগ দপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে গত ৩১ অক্টোবর পর্যন্ত নথিভুক্ত ডিগ্রিধারী বেকার ডাক্তারের সংখ্যা মোট ৭৩৪ জন এবং নার্সের সংখ্যা ৩২০২ জন।
এরমধ্যে এস টি বেকার ডাক্তারের সংখ্যা ১৪৭ জন, এস সি ১০৫ জন এবং জেনারেল ক্যাটাগরির সাথে ওবিসির সংখ্যা সহ মোট ৪৪২ জন।
অপরদিকে নার্স এসটি ৫৩৫ জন, এসসি ৬৬০ জন এবং জেনারেল ক্যাটাগরি সাথে ও ওবিসি ক্যাটাগরির বেকার নার্সের সংখ্যা ২০০৭ জন। বিধানসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিধায়ক দীপঙ্কর সেন।
2024-01-08