ব়্যাগিং মুক্তির চেষ্টায় টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): ব়্যাগিং মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যোগ্যশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার আলিপুরের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ব়্যাগিং নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। বিশেষ করে গত আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল কয়েকদিন আগেই। এর পরই সরকার ব়্যাগিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে৷

ব়্যাগিং থেকে মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নম্বরটি হল, ১৮০০-৩৪৫-৫৬৭৮। মঞ্চের ভাষণে দুবার এটি ঘোষণা করে তিনি নির্দেশ দেন নম্বরটি যাতে আপৎকালীন ব্যবস্থা হিসাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভালভাবে সবার চোখে পড়ার মত করে লিখে রাখা হয়।