আগরতলা, ৮ জানুয়ারি: শিক্ষা বাচাঁও, জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার শ্লোগানকে সামনে রেখে জানুয়ারি সংসদ অভিযান করবে এসএফআই ও টিএসইউ। পার্লামেন্ট অভিযানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন রাজ্যের পোস্টারিং কর্মসূচি পালন করেছে।
এদিন সংগঠনের জনৈক নেতা জানিয়েছেন, শিক্ষা বাচাঁও, জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার, দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে আগামী ১২ জানুয়ারি সংসদ অভিযান করবে। এসএফআই ও টিএসইউ-এর যৌথভাবে ১৬টি ছাত্র সংগঠনের উদ্যোগে এই অভিযান সংগঠিত হবে।
এদিন তিনি আরও বলেন, সংসদ অভিযানে ত্রিপুরা থেকে ৭৫ জন ছাত্র কর্মীরা যোগদান করবেন। আমরা আশাবাদী রাজ্য থেকে শতাধিক ছাত্র ছাত্রীরা ওই আন্দোলনে সামিল হবেন।