সদর অনূর্ধ্ব-১৫ : জয় দিয়ে লীগ অভিযান শুরু ক্রিকেট অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।।জয় দিয়ে অনুর্ধ ১৫ ক্রিকেটে অভিযান শুরু করলো ক্রিকেট অনুরাগী দল। সোমবার নেপকো মাঠে টিসিএ পরিচালিত এই আসরে ক্রিকেট অনুরাগী শিবির ১৩৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুটমিল কোচিং সেন্টারকে। টস জিতে ক্রিকেট অনুরাগী দল প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। সুযোগটাকে কাজে লাগায় দলের কয়েকজন ব্যাটসম্যান। ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ক্রিকেট অনুরাগীর স্কোর দাঁড়ায় ২১২ রানে। ব্যাটে অনুরাগীর হয়ে অয়ন রায় ৭১,সৃজন দেব ৫৭, সতদীপ ঘোষ ২৬, বিজয় যাদব ১৩ রান করে। অতিরিক্ত থেকে দল পায় ২৪ রানের ভরসা। বলে জুটমিলের পক্ষে দুটি করে উইকেট নেয় রাজবীর ঘোষ ও প্রীতম রায়রা। একটি করে উইকেট নেয় অপরাজিত বৈশ্য ও দীপ ঘোষরা। পাল্টা খেলতে নেমে জুটমিল শিবির রানের চাপে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি দল। সুবাদে ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭৩ রানই করতে সক্ষম হয় দল। ব্যাটে দলের হয়ে জয়দীপ সরকার ২০, অসিত সাহা ১২, দীপ ঘোষ ১৬ রানই করতে সক্ষম হয়। বলে ক্রিকেট অনুরাগীর পক্ষে শাহীন জামান তিনটি এবং দুটি করে উইকেট নেয় আয়ুষ্মান সেন ও দিগ্বিজয় দেববর্মারা। সুবাদে বিশাল রানের ব্যবধানে জয় হাসিল করে নেয় ক্রিকেট অনুরাগী দল।