মালদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং বাতিল করল ভারতের ট্রাভেল এজেন্সি

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): চাপ বেড়েই চলেছে । এবার মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করল ভারতের জনপ্রিয় ভ্রমণ সংস্থা। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সম্প্রতি, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সৈকতে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আপত্তিকর মন্তব্য করেন ও তাতে সমর্থন জানান মালদ্বীপের তিন মন্ত্রী। এরপরই সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হয় ‘বয়কট মালদ্বীপ’ হ্যাশট্যাগ। প্রতিবাদ জানিয়ে লাক্ষাদ্বীপ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করে বলিউডের একাংশ। মালদ্বীপের অর্থনীতি অনেকটাই ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করেছে। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এদিকে, মালদ্বীপ সরকার প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে সে দেশের বিরোধী দলগুলিও এই ইস্যুকে কেন্দ্র করে সরকারের সমালোচনা শুরু করে। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি এবং আর এক প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ মোদীর সমালোচনা করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। এরপরই চাপের মুখে মুইজু সরকার ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, পর্যটন গন্তব্য হিসাবে মালদ্বীপ ভারতীয়দের মধ্যে একটি জনপ্রিয় স্থান। দেশটির পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপে ভারতীয় পর্যটকই সবচেয়ে বেশি ছিল।