গান্ধীনগর, ৮ জানুয়ারি (হি.স.) : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং ট্রেড শো-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সোমবার ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরের মহাত্মা মন্দির এবং হেলিপ্যাড গ্রাউন্ডের ভেন্যু পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ১০-তম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-এর আয়োজন করা হয়েছে। এরই প্রস্তুতি এদিন খতিয়ে দেখেন গুজরাটের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান হল, সেমিনার হল, বিভিন্ন প্যাভিলিয়ন-হল পরিদর্শন করে সেসম্পর্কে খোঁজখবর নেন। সেইসঙ্গে আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী কানুভাই দেশাই, স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল, শিল্পমন্ত্রী বলওয়ান্ত সিং রাজপুত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এবং শিল্প প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মা।