বারইগ্রাম (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : আগামীকাল মঙ্গলবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে প্রস্তাবিত ক্যানসার হাসপাতাল নির্মাণ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করতে অনুষ্ঠিত হবে নাগরিক সভা। শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ ক্যানসার ক্লিনিক আ্যন্ড রিসার্চ সেন্টার স্যাটেলাইট ইউনিট অব সিসিএইচআরসির উদ্যোগে নাগরিক সভাটি মঙ্গলবার দুপুরে বারইগ্রামের জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
নাগরিক সভায় উপস্থিত থাকবেন ম্যাগাসাইসাই ও পদ্মশ্রী প্রাপ্ত ডা. রবি কান্নান। সভায় বারইগ্রাম রাধারমণ ক্যানসার হাসপাতালের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকদের মতামত গ্রহণ করবেন তিনি। এদিনের সভায় বারইগ্রাম এলাকার সচেতন নাগরিকদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী।