এনসিএইচএসি-এর সব ভোটারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর সব ভোটারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সোমবার সকাল ৮:০০টায় শুরু হয়েছে ত্ৰয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন। ভোটদান চলবে বিকাল ৪:০০টা পর্যন্ত। ইতিমধ্যে পরিষদের মোট ২৮টি আসনের মধ্যে ছয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ওই ছয়টি ছাড়া আজ ভোটগ্ৰহণ হচ্ছে ২২টি আসনে।
এবার ত্ৰয়োদশ এনসিএইচএসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন বিজেপি (ছয়জন বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় বিজয়ী), ২৪ জন কংগ্রেস, ১১ জন তৃণমূল কংগ্রেস, ৫ জন আম আদমি পার্টি এবং ২৭ জন নিৰ্দলীয় সহ মোট ৯৭ জন প্ৰাৰ্থী। জেলায় ভোটার রয়্ছেন ১,৪২,১২৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ৭০,৪৮৫ এবং মহিলা ভোটার ৭০,৬৩৯ জন রয়েছেন। ভোটারদের অংশগ্রহণের সুবিধার্থে ডিমা হাসাও জেলায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।