শুধুমাত্র সরকার নয়, দেশেরও যাত্রা হয়ে উঠেছে বিকাশ ভারত সংকল্প যাত্রা : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): শুধুমাত্র সরকার নয়, দেশেরও যাত্রা হয়ে উঠেছে বিকাশ ভারত সংকল্প যাত্রা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে সরকার এবং তাঁকে প্রকল্পের সঙ্গে সংযুক্ত করছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা স্বপ্ন, সিদ্ধান্ত এবং বিশ্বাসের একটি যাত্রা হয়ে উঠেছে।” সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে বার্তালাপ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রা ৫০ দিন পূর্ণ করেছে। এত অল্প সময়ে এই যাত্রায় ১১ কোটি মানুষ যোগদান এমনিতেই নজিরবিহীন।”

প্রধানমন্ত্রীর কথায়, “আমরা দেশের বৃহৎ জনগোষ্ঠীকে ছোটখাটো দৈনন্দিন প্রয়োজনের লড়াই থেকে বের করে আনতে চাই। তাই আমরা দরিদ্র, নারী, কৃষক ও যুবকদের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছি।” মোদী বলেছেন, “এই যাত্রা শুরু হওয়ার পর থেকে প্রায় ১২ লক্ষ নতুন সুবিধাভোগী উজ্জ্বলা প্রকল্পের বিনামূল্যে গ্যাস সংযোগের জন্য আবেদন করেছেন। কয়েকদিন আগে আমি অযোধ্যায় উজ্জ্বলার ১০ কোটি সুবিধাভোগী বোনের বাড়িতে গিয়েছিলাম। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ২ কোটিরও বেশি দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সময়ে ১ কোটি মানুষের যক্ষ্মা রোগের পরীক্ষা করা হয়েছে। এরা সবাই গ্রাম, দরিদ্র, দলিত, অনগ্রসর ও উপজাতি সম্প্রদায়ের।”