আগরতলা, ৮ জানুয়ারি : মহিলাদের জন্য ১০ শতাংশ সংরক্ষন চালু হওয়ার পর ২০২২-২৩ অর্থবর্ষে টিএসআরে ১৩৮ জন মহিলার চাকুরী হয়েছে। আজ এয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন জনশক্তি ও পরিকল্পনা দফতরের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়।
১০ শতাংশ সংরক্ষন চালু হওয়ার পর ২০২২-২৩ অর্থবর্ষে মহিলাদের চাকুরী হয়েছে তা নিয়ে বিধানসভায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিধায়ক গোপাল রায় অতিরিক্ত প্রশ্নে তুলে জানতে চেয়েছেন, গত এক বছরের রাজ্যে ৬৪টি দফতরে কতজন মহিলার চাকুরী হয়েছে? সাথে তিনি যোগ করেন, মন্ত্রী টিঙ্কু রায় শুধু গত এক বছরে আরক্ষা দফতরের নিয়োগ সংখ্যা তুলে ধরেছেন। তাই তিনি বিভিন্ন দফতরে নিয়োগ তথ্য তুলে ধরার জন্য দাবি পেশ করেন। জবাবে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বাকি দফতরের নিয়োগের তথ্য এই মুহুর্তে উপলব্ধ নেই। পরবর্তী সময়ে বিধানসভায় সেই তথ্য তুলে ধরা হবে।