চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জানুয়ারি : চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক মহিলা।  রবিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন চত্বরে এই ঘটনাটি ঘটেছে।  আহত মহিলার বর্তমানে চিকিৎসা চলছে উত্তর জেলা হাসপাতালে।

ধর্মনগর রেলওয়ে স্টেশনে থেকে আগরতলার উদ্দেশ্যে  ট্রেন ছাড়ার সময় সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। আহত মহিলার নাম জোসনা দেববর্মা (৪৪)। তার বাড়ি ধর্মনগর থানাধীন আনন্দবাজারে এলাকায়। বিবরণে জানা গেছে  রবিবার শিলচর থেকে আগরতলাগামী ট্রেনটি যথাসময়ে ধর্মনগর আসলে নিজের মেয়েকে ট্রেনে তুলে দিতে আসেন জোসনা দেববর্মা। মেয়ে নয় তারিখ তামিলনাড়ুতে যাবে।  এদিকে মা-মেয়ের কথা বলতে বলতে ট্রেন ছাড়ার সময় হয়ে যায়।

তাড়াহুড়ো করে নামতে গিয়ে জোসনা দেববর্মা পড়ে যান। এবং শরীরের একটা অংশ রেলেওয়ে প্লাটফর্মের মধ্যে পড়ে। সাথে সাথে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। এবং খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে । অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা  জোসনা দেববর্মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে  ধর্মনগর হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে জোৎস্না দেববর্মা উত্তর জেলা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। রেলওয়ে দপ্তরের সতর্কতা জারি থাকলেও তা অমান্য করে নামতে গিয়েই আজকের এই দুর্ঘটনা বলে দাবি করেন জনৈক রেলওয়ে কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *