১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

পাটনা, ৭ জানুয়ারি (হি.স.) : আগামী ১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিহারের বিজেপি নেতাদের প্রশক্ষণ দেওয়ার লক্ষ্যেই বিহার সফরে যাবেন স্মৃতি ইরানি।

এছাড়াও তিনি পাটনায় বিজেপির মিডিয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপি তাদের স্থানীয় নেতাদের সব ধরণের কৌশল শেখাতে চায়। এই কৌশলের মধ্যে রয়েছে কীভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে হবে, কীভাবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলি কার্যকরভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে সাধারণ মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করতে হবে। এসব বিষয়ে এই কর্মশালায় বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন স্মৃতি ইরানি।
এদিকে, আগামী ১৩ জানুয়ারি বিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের কারণে অমিত শাহ এবং জেপি নাড্ডারও বিহারের অনেক জেলায় জনসভা করার কথা রয়েছে।এই সবের মধ্যেই স্মৃতি ইরানির আগমনের খবরকে লোকসভা নির্বাচনে প্রচারের একটি অংশ বলে মনে করা হচ্ছে।