পাটনা, ৭ জানুয়ারি (হি.স.) : বিহারের ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ভাগলপুর জেলার নবগাছিয়ার বাবা বিসুরাত সেতু সংযোগ সড়কের ফোর লাইন শ্রীপুর পেট্রোল পাম্পের কাছে। মৃতদের নাম, প্রিন্স কুমার(২৪), সুকেশ কুমার(২০), সুরজ কুমার (১৮)।
পুলিশ জানিয়েছে, তিনজন যুবক শনিবার সন্ধ্যায় গোপালপুর থানা এলাকার হরনাথচকে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। রবিবার সকালে তিনজনই একই বাইকে করে কাদোয়া যাচ্ছিলেন। আচমকাই একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন যুবকের প্রাণ অকালে চলে যায়। রবিবার সকালে নবাগাছিয়া থানার পুলিশের বিষয়টি নজরে আসে। তিনজন যুবকের পরিবার হাসপাতালে পৌঁছে মৃতদেহ শনাক্ত করে। পুলিশ মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নবগাছিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।