ত্রিপুরা-৪৮৪ & ১৫১/৫
গোয়া- ১৩৫ & ৪৮/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। ত্রিপুরার জয় এখন সময়ের অপেক্ষা। বড় কোনও অঘটন না ঘটলে মরশুমের প্রথম ম্যাচে জয় পেতে চলেছে রাজ্যদল। জয়ের জন্য সোমবার শেষ দিনে ত্রিপুরার দরকার মাত্র ৭ টি উইকেট। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা এগিয়ে রয়েছে ৪৫৩ রানে। ত্রিপুরার ৪৮৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করে বেকায়দায় ছিলো সফররত দল। রবিবার দিনের শুরু থেকেই বিপক্ষের উপর স্ট্রিম রোলার চাপান ত্রিপুরার ৩ জোর বোলার মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত এবং অভিজিৎ সরকার। ওই ত্রয়ীর আগুন ঝরানো বোলিংয়ে বেসামাল হয়ে পড়ে গোয়া। দল ৪৮.৫ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায়। মিডল অর্ডারে দ্বীপরাজ গয়ানকর যদি সাময়িক প্রতিরোধ গড়ে তুলত না পারতেন তাহলে গোয়ার স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। দ্বীপরাজ ৭৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া গোয়ার পক্ষে দলনায়ক দর্শন মিশাল ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং মোহিত রেডকর ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। তইরপুরার পক্ষে অভিজিৎ সরকার ২৪ রানে ৪ টি, মণিশঙ্কর মুড়াসিং ৪০ রানে এবং রাণা দত্ত ৪১ রানে ৩ টি করে উইকেট দখল করেন। ৩৪৯ রানে পিছিয়ে থেকে মাঠে উপস্থিত সকলেই যখন ভাবছিলেন ফলোঅনে গোয়াকে নামাবে ত্রিপুরা, তখনই উল্টো পথে হাটলেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ইনিংসে যাতে আর ব্যাট করতে না লাগে তা মাথায় রেখেই দ্রুত রান তোলার লক্ষ্যে খেলতে নামে ত্রিপুরা। এবং ৩৩.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ত্রিপুরার পক্ষে ওপেনার বিক্রম কুমার দাস ৬৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, বিশাল ঘোষ ৬১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, শ্রীদাম পাল ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ (অপ:), সুদাপ চ্যাটার্জি ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রজত দে ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। গোয়ার পক্ষে দলনায়ক দর্শন মিশাল ৪৮ রানে ৩ টি এবং মোহিত রেডকর ৪৮ রানে ২ টি উইকেট দখল করেন। ৫০১ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান করে গোয়া। উইকেট রক্ষক সিদ্ধার্থ কে ভি ছাড়া ত্রিপুরার ৩ পেসারের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি গোয়ার প্রথম সারির ব্যাটসম্যান-রা। সিদ্ধার্থ ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়া সিং ৫ রানে, রাণা দত্ত ১৪ রানে এবং অভিজিৎ সরকার ১৬ রানে ১ টি করে উইকেট দখল করেন। গোয়া এখনও পিছিয়ে ৪৫৩ রানে।