গীতাবেন রাবারীর ভজন ‘শ্রী রাম ঘর আয়ে’-এর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গীতাবেন রাবারীর ‘শ্রী রাম ঘর আয়ে’ ভজনের প্রভূত প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী রবিবার সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, “অযোধ্যায় ভগবান শ্রী রামের ঐশ্বরিক মন্দিরে রামলালার আগমনের অপেক্ষার অবসান হতে চলেছে। সারাদেশে আমার পরিবারের সদস্যরা সেদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁকে স্বাগত জানানোর জন্য গীতাবেন রাবারীজির এই ভজন খুবই প্রাণবন্ত।” এই ভজনটির গায়িকা গীতাবেন রাবারি৷ এটি রচনা করেছেন মৌলিক মেহতা। গানের কথা ও সুর করেছেন সুনিতা জোশী (পান্ড্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *